ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সব সময় অন্তরালে থেকে গেছে: প্রধান বিচারপতি

ওবায়দুল হাসান

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সব সময় অন্তরালে থেকে গেছে: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সবসময় অন্তরালে থেকে গেছে। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়েই শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন তিনি৷ 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি আয়োজিত ‘সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

এ সময় আইনাঙ্গনের বাংলা পরিভাষা সহজ না হওয়ায় বিচারিক কার্যক্রমে ব্যবহার কঠিন জানিয়ে প্রমিত বাংলায় আইনের ভাষা প্রণয়নের আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু একক নেতায় পরিণত হয়েছিলেন।

 

বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল বক্তব্য রাখেন৷
news24bd.tv/আইএএম