এবার মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ 'আর্টিকেল ৩৭০'  

এবার মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ 'আর্টিকেল ৩৭০'  

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম অভিনীত 'আর্টিকেল ৩৭০' ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই সাফল্য পেয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির প্রথম দিনে ছবিটি বক্স অফিসে ৫.৯ কোটি রুপি আয় করেছে।  সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩ কোটি রুপির ব্যবসা করেছে 'আর্টিকেল ৩৭০' ছবি।

তবে ভালো ব্যবসার পরও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছে ‘আর্টিকেল ৩৭০’।  

তবে ‘আর্টিকেল ৩৭০’ নিষিদ্ধের কারণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এর আগে এই অঞ্চলে নিষিদ্ধ হয়েছিল হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত এরিয়াল অ্যাকশন থ্রিলার 'ফাইটার'।  

'আর্টিকেল ৩৭০' ছবি জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদ এবং দুর্নীতির উপর ভিত্তি করে নির্মিত।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। এটি জ্যোতি দেশপাণ্ডে, আদিত্য ধর ও লোকেশ ধর প্রযোজিত

আরও পড়ুন: মুক্তির দ্বিতীয় দিনে 'আর্টিকেল ৩৭০' ছবির আয় বেড়েছে

ছবিতে ইয়ামি একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। ইয়ামি ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়ামণি, অরুণ গোভিল এবং কিরণ কর্মকার।

news24bd.tv/TR