বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে: আপিল বিভাগ

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ৪৪ টি মামলার শুনানী শেষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ রায় দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের খরচ বাদে আয়ের থেকে নেওয়া হবে এ ট্যাক্স। শিক্ষার্থীদের কোন অতিরিক্ত অর্থ দিতে হবে না বলেও জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আরও পড়ুন: ভিকারুননিসার শিক্ষকদের কোচিং করানোর ওপর নিষেধাজ্ঞা

সকল প্রকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই ট্যক্স। ২০১১ সাল থেকে আদালতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মামলার মাধ্যমে বন্ধ ছিল এই ট্যাক্স।

এই রায়ের ফলে আগের ট্যাক্সসহ সব পরিশোধ করতে হবে বলে জানান আমিন উদ্দিন।

news24bd.tv/ab