সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়নের ভিত্তি: ড. শাহনেওয়াজ আরেফিন

সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়নের ভিত্তি।

সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়নের ভিত্তি: ড. শাহনেওয়াজ আরেফিন

নিজস্ব প্রতিবেদক

সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে ভিত্তি হিসাবে কাজ করে বলে মন্তব্য করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনেওয়াজ আরেফিন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সচিব বলেন, পরিকল্পিত অর্থনীতির জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। তবে এ পরিসংখ্যান হতে হবে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী।

তিনি জানান, হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে। এসডিজির ২৩১টি সূচকের মধ্যে ১১১টি সূচক দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ চারটি সূচকের উপাত্ত দেয়, অর্থাৎ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২৩১টি সূচকের মধ্যে মোট ১১৫ টি সূচকের উপাত্ত দিয়ে থাকে।

news24bd.tv/ab