উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে কর প্রত্যাহারের আহ্বান

উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানীতে কর প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে কর প্রত্যাহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

উড়োজাহাজ ও হেলিকপ্টারের ইঞ্জিন এবং যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটির প্রতিনিধিরা এ দাবি জানান।

আরও পড়ুন: যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষক মুরাদের রিমান্ড মঞ্জুর

এওএবি বলছে, উড়োজাহাজের যন্ত্রাংশ ব্যয়বহুল পণ্য। কোনো কোনো ক্ষেত্রে যন্ত্রাংশে সার্বিক করহার ১০০ শতাংশের ওপর চলে যাচ্ছে।

এ জন্য করহার শূন্যে নামিয়ে আনার দাবি জানায় সংগঠনটি।

এদিন আলোচনায় অংশ নিয়ে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বিদ্যমান করহার বৃদ্ধি না করার অনুরোধ জানায়। এছাড়া, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ক্ষেত্রে করহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দেয় সংগঠনটি।

এদিকে, নৌযানের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের ওপর বিদ্যমান ১০ শতাংশ মূল্য ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল সংস্থা।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক