ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াতের আমিরের ১৭ বছর কারাদণ্ড

সংগৃহীত ছবি

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াতের আমিরের ১৭ বছর কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাদপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা তাজুল ইসলামকে ২টি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামী তাজুল ইসলাম নিজ বাড়িতে দলীয় লোকজন নিয়ে আইন-শৃঙ্খলা অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গেলে দলীয় অন্যান্য লোকজন পালিয়ে যায়। এ সময় আসামি তাজুল ইসলামকে গ্রেফতার করে। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক তার কোটচাঁদপুর পৌরসভার নিজ বাড়ি থেকে ১টি দেশীয় এলজি শার্টারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোটচাঁদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আসামি মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র আইনের ২টি ধারায় ১০ ও ৭ বছর করে মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

news24bd.tv/SC