নতুন করে ৬০ লাখ কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা 

জাতীয় সংসদ ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

নতুন করে ৬০ লাখ কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা 

অনলাইন ডেস্ক

গত ১৫ বছরে প্রায় এক কোটি লোকের বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন তিনি।  

আরও পড়ুন...কে শক্তিশালী সরকার নাকি সিন্ডিকেট, সংসদে প্রশ্ন

শফিকুর রহমান চৌধুরী সংসদকে জানান, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে।

২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন।  

আরও পড়ুন...দেশে খাদ্য মজুদ প্রায় ১৭ লাখ টন

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি খরচে বিদেশে কোনো অভিবাসী কর্মী পাঠানো হয় না। কর্মীর নিজস্ব অর্থায়ন কিংবা নিয়োগকর্তার খরচে অভিবাসী কর্মী বিদেশে গমন করে থাকে। বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ৯৯ লাখ ৯ হাজার ৪৫৮ জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।


news24bd.tv/আইএএম