মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি নিহত

রাজন মাহমুদ মৃধা (২৫)

মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় গাড়িচাপায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তার নাম রাজন মাহমুদ মৃধা (২৫)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মালয়েশিয়ার চ্যারাস শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, পরিবারের ভাগ্য ফেরাতে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান রাজন। তিনি মালয়েশিয়ার চ্যারাস শহরে সড়কে শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে কাজ শেষে সড়কের পাশে প্রয়োজনীয় জিনিস গুছাচ্ছিলেন রাজন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে অন্য শ্রমিকরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজনের বাবা জাহাঙ্গীর মৃধা বলেন, আমার আগে আমার ছেলের মৃত্যু হলো। এটা খুবই কষ্টের। সরকার যেন ছেলে রাজনের মরদেহ দ্রুত দেশে পৌঁছে দেয়।

ইউপি সদস্য আনসার মাঝি বলেন, নিহত রাজন মাহমুদের স্বজনরা পরিষদে এসেছিলেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র প্রস্তুত করে তাদেরকে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত রাজনের মরদেহ দেশে আনা হবে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য গণমাধ্যমকে বলেন, প্রবাসে কেউ মারা গেলে উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে থাকার চেষ্টা করে। রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

news24bd.tv/তৌহিদ