যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্বের সুযোগ নিয়ে আবারও আলোচনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ট্রাম্প কার্ড নামে একটি নতুন গোল্ডেন ভিসা কর্মসূচির আবেদন গ্রহণ শুরু করেছে। পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যাবে এই বিশেষ ভিসা, যা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে বসবাস, ব্যবসা পরিচালনা এবং পরবর্তীতে নাগরিকত্ব লাভের সুযোগ দেবে। গোল্ডেন ভিসার আবেদন গ্রহণের জন্য নতুন একটি ওয়েবসাইটও লঞ্চ করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল বুধবার নতুন ওয়েবসাইট লঞ্চ এবং আবেদন গ্রহণ শুরুর ঘোষণা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, নতুন ওয়েবসাইটের নাম ট্রাম্প ডট গভ। আবেদনকারীকে তাঁর ই-মেইল ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। আবেদনকারী কোন অঞ্চলের বাসিন্দা এবং ব্যক্তি...
যুক্তরাষ্ট্রে ফের গোল্ডেন ভিসার আবেদন শুরু, থাকছে ‘ট্রাম্প কার্ড’
অনলাইন ডেস্ক

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
অনলাইন ডেস্ক

ভারতের গুজরাটের মেঘানী নগরে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। বিমানের ভেতরে ছিলো ২৪২ জন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে। news24bd.tv/এআর
দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট
অনলাইন ডেস্ক

রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহ চলছে। যার ফলে হঠাৎ রেড অ্যালার্ট জারি করা সেখানে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই রেড অ্যালার্ট জারি করা হয়।খবর এনডিটিভির। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের চলছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এই ভয়াবহ তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকবে আগামী ১৩ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, দিল্লিতে প্রচণ্ড গরমের দাপটে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মূলত, শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ দশমিক ৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (গরমের অনুভূতি) এক লাফে পৌঁছেছে ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত...
‘ট্রাম্পকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, সে জন্য অনুতপ্ত’
অনলাইন ডেস্ক

টেকজগতের শীর্ষ ধনী, স্পেসএক্স ও টেসলার মালিক ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যে প্রায়শই আলোচনায় থাকেন। তবে এবার ব্যতিক্রম, নিজেই করলেন অনুশোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা একাধিক কটাক্ষ ও মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন মাস্ক। বুধবার (১১ জুন) তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পুরোনো টুইটার) একটি পোস্টে তিনি বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত। ট্রাম্পের কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিল ঘিরে শুরু হওয়া বিরোধ চরমে ওঠে, যার ফলস্বরূপ প্রথমে ইলন মাস্ক পদত্যাগ করেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার পদ থেকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একের পর এক বিস্ফোরক পোস্টে মাস্ক সরব হন ট্রাম্প ও তার নীতির বিরুদ্ধে। এক পোস্টে মাস্ক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর