আজ তামিম-সাকিব দ্বৈরথ

তামিম ইকবাল ও সাকিব আল হাসান (সংগৃহীত ছবি)

আজ তামিম-সাকিব দ্বৈরথ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াই আজ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। বহুল প্রতীক্ষিত সাকিব-তামিম দ্বৈরথ দেখবে ক্রিকেটপ্রেমীরা।

ফাইনাল আগেই নিশ্চিত করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

লিটন দাশের ব্যাটিং দৃঢ়তায় প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছিলো কুমিল্লা। সে সময়ই ক্রিকেটপ্রেমীরা চর্চার শীর্ষে থাকা সাকিব-তামিম দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে।

ফাইনালে ওঠার এই লড়াইয়ে নিজেদের পূর্ণশক্তি নিয়ে নামবে দুইদল।

যদিও এই ম্যাচের চাপ এবং উত্তেজনার মাঝেই খবর এসেছে যে, এই ম্যাচকে কেন্দ্র করে বেশি একটা চাপ নিচ্ছে না রংপুর।

রংপুরের হেড কোচ সোহেল ইসলাম গণমাধ্যমকে জানান, কুমিল্লার বিপক্ষে ম্যাচের পরদিন খেলোয়াড়রা নিজের মতো সময় পার করেছেন। এই ম্যাচ ঘিরে রংপুর কতোটা চাপে আছে তা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হতেই পারে না। বিপিএলের প্লে অফের ম্যাচ চলছে। আমরা ঘুরে দাঁড়াতে চাই। ’

এদিকে তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল আজ পূর্ণশক্তির দল নিয়েই নামবে। সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বললে ভুল হবে না।

news24bd.tv/SC