না ফেরার দেশে অধ্যাপক ডা. ফজলুল হক

ডা. মো. ফজলুল হক

না ফেরার দেশে অধ্যাপক ডা. ফজলুল হক

অনলাইন ডেস্ক

ঢাকা ডেন্টাল কলেজের (ডি-১০) অধ্যাপক ডা. মো. ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি........ রাজিউন)। স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ফজলুল হক ৩৪ বছর আগে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান।

এর পর থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি। সেদেশে ওরাল সার্জারিতে এমএস সম্পন্ন করার পর পিএইচডি করেন অধ্যাপক ডা. ফজলুল হক।

ডা. ফজলুল মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই ওরাল সার্জনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক