ইউক্রেনে ন্যাটো সেনা পাঠাবে না

সিএনএনের ফাইল ছবি।

ইউক্রেনে ন্যাটো সেনা পাঠাবে না

অনলাইন ডেস্ক

ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর প্রধান ইউরোপীয় মিত্রদেশগুলো। ইউক্রেনে সেনা পাঠানো বিষয়ে ফ্রান্স ইঙ্গিত দেওয়ার পর ন্যাটোভুক্ত দেশগুলো তাদের পক্ষ এমন অবস্থানের কথা জানায়। সূত্র, সিএনএন।
গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছিলেন,  ইউক্রেনে রাশিয়ার বিজয় ঠেকানোর কোনো বিকল্পই পশ্চিমা দেশগুলোর বাদ রাখা উচিত হবে না।

যদিও তিনি গুরুত্ব দিয়ে বলেন, এ বিষয়ে এই মুহূর্তে দেশগুলোর মধ্যে সর্বসম্মত কোনো মত নেই।  
এরপর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে সেনা পাঠানো বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হলে, তা নিশ্চিতভাবেই রাশিয়া ও ন্যাটোর মধ্যে বিবাদের সূচনা করবে।
এর একদিন পরই মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি)  ন্যাটোর দেশগুলো ইউক্রেনে সেনা পাঠানো সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বলেছেন, ইউক্রেনের মাটিতে ইউরোপের দেশ বা ন্যাটোর সদস্যদের পক্ষ থেকে কোনো স্থলসেনা পাঠানো হবে না।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসও এ ব্যাপারে একই রকমের অনমনীয় মনোভাব ব্যক্ত করেছেন। ভিয়েনায় এক সফরে তিনি বলেছেন, ‘ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি জার্মানির ভাবনায় নেই। ’
পরে হোয়াইট হাউস জোর দিয়ে উল্লেখ করেছে, তাদেরও ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই।  
ফ্রান্সও একই অবস্থান নেয়।  
ফলে ন্যাটো ইউক্রেনের পক্ষে সৈন্য পাঠাচ্ছে না আপাতত।  

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক