ফরাসি অভিনেতার বাড়ি থেকে ৭২ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন (ছবি: স্ট্রেইট টাইমস)

ফরাসি অভিনেতার বাড়ি থেকে ৭২ আগ্নেয়াস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক

স্বনামধন্য ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলনের বাড়ি থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র এবং আনুমানিক ৩ হাজার রাউন্ডের অধিক গোলাবারুদ জব্দ করা হয়েছে। ফ্রান্সের রাজধানী  প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণে ডুচি-মন্টকরবন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয় পুলিশ একটি শুটিং রেঞ্জও উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।

এদিকে ডেলনের আইনজীবীরা জানিয়েছেন, তার কাছে বন্দুক রাখার কোনো অনুমতি ছিলোনা।

এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আদালতে নিযুক্ত কর্মকর্তা ডেলনের বাড়িতে অস্ত্র লক্ষ্য করলে আদালত থেকে তার বাড়ি তল্লাশির নির্দেশ দেয়া হয়।

৮৮ বছর বয়সী এই অভিনেতা শেষ ২০১৯ সালে জনসম্মুখে এসেছিলেন। সেই বছরই তিনি স্ট্রোক করেন। নিজ পরিবারের সাথে ভাঙনের খবরও প্রচার করেছিলো বেশকিছু ফরাসি গণমাধ্যম।

আরও পড়ুন: মারা গেলেন 'ক্যাপ্টেন মার্ভেল'-খ্যাত অভিনেতা কেনিথ মিচেল

ফরাসি সিনেমার এক স্বর্ণালি যুগের তারকা। তিনি 'দ্য সামুরাই এবং বোর্সোলিনোর মতো হিট সিনেমায় অসাধারণ ব্যক্তিত্বশালী ভূমিকা পালন করেন। তিনি কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পালমে ডি'অর পেয়েছিলেন। (সূত্র: বিবিসি) 

news24bd.tv/SC