মিশিগানে জয় পেলেন বাইডেন ও ট্রাম্প

বাইডেন ও ট্রাম্প-ফাইল ছবি।

মিশিগানে জয় পেলেন বাইডেন ও ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে প্রাইমারি বা ককাস নির্বাচন। এই প্রাইমারি বা ককাস নির্বাচনগুলোকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ বলেই বিবেচনা করা হয়। সর্বশেষ মিশিগান অঙ্গরাজ্যে নিজ নিজ দলের প্রাথমিক নির্বাচনে জয়লাভ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

যুক্তরাষ্ট্রের মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের  প্রাইমারিতে ৮০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জো বাইডেন জয়ী হয়েছে।

 

একই অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬৭ দশমিক ২ শতাংশ ভোট। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।  

তবে মিশিগান  বাইডেনকে জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। মূলত, গাজা ইস্যুতে বাইডেন প্রশাসন যেভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, তাতে অসন্তুষ্ট অঙ্গরাজ্যটির অনেক ভোটার।

উল্টোদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দলের আরেক প্রার্থী নিক্কি হ্যালির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে যুক্তরাষ্ট্রর ভোটারদের কাছে।  

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক