দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি পন্ড

গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি পন্ড

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও চলমান সরকারব্যবস্থার পরিবর্তনের দাবিতে সচিবালয় ঘেরাও করতে গেলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে জোনায়েদ সাকিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ মিছিল নিয়ে জিপিও মোড়ে গেলে ব্যরিকেড দেয় পুলিশ। গণতন্ত্র মঞ্চের কর্মীরা  ব্যারিকেড ভেঙে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজনকে মারধর করে পুলিশ। আটক করা হয় একজনকে।

আরও পড়ুন: দেড়মাসের জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানী না করার আহ্বান

গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করেছে। অন্যদিকে পুলিশ বলছে, সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করছিলেন তারা।

এ সময় অহেতুক তাদের উপর হামলা করা হয়েছে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

এ সময় জিরো পয়েন্ট থেকে হাইকোর্ট অভিমুখী সড়কটি আধ ঘণ্টারও বেশি বন্ধ থাকে। এর আগে সমাবেশ চলাকালে দ্রব্যমূলের উর্ধ্বগতির পেছনে সরকারি সিন্ডিকেটকে দায়ী করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

news24bd.tv/ab