সরকারিভাবে বড় ইফতার পার্টি  না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা--ফাইল ছবি।

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

এবার রমজান মাসে সরকারিভাবে জাঁকজমকপূর্ণ বড় ধরনের ইফতারি পার্টি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
আজকের মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিসের সময় সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এবারের রোজায় সরকারি অফিস শুরু হবে সকাল ৯টায়। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

news24bd.tv/ডিডি