অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল নেপালে পৌঁছেছে

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল (সংগৃহীত ছবি)

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল নেপালে পৌঁছেছে

অনলাইন ডেস্ক

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট শিরোপার মিশনকে সামনে রেখে নেপাল পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ফুটবল দল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) নেপালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে মাঠে সকালেই নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

দুপুর  ১২টা নাগাদ কাঠমান্ডুতে অবতরণ করে তারা। নেপালের মাটিতে আগামী ১ মার্চ থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের এই আসর।

এই টুর্নামেন্টে স্বাগতিক দল নেপাল। ভুটান, ভারত এবং বাংলাদেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ভারত।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মতো এবারও বাংলাদেশ প্রথম ম্যাচে পাচ্ছে নেপালকে।

আগামী শনিবার (২ মার্চ) এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঠিক এরপরই ভারত এবং ভুটানের বিপক্ষে যথাক্রমে ৫ মার্চ ও ৮ মার্চ খেলবে বাংলাদেশ। আগামী ১০ মার্চ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে সর্বাধিক পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে।

news24bd.tv/SC