অফশোর ব্যাংকিং আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

মন্ত্রিসভার বৈঠক (সংগৃহীত ছবি)

অফশোর ব্যাংকিং আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক

অফশোর ব্যাংকিং আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অফশোর ব্যাংকিং আইন করা হয়েছে।

এটা সর্বাধুনিক একটা ব্যাংকিং ব্যবস্থা।  সমসাময়িক আন্তর্জাতিক বিশ্বে এটি ব্যবহৃত হচ্ছে। সারা বিশ্বে এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে৷

তিনি বলেন, অফশোর ব্যাংক খোলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হবে। পাঁচটি কারেন্সিতে এখানে লেনদেন করা যাবে।

অফশোর ব্যাংক করার জন্য অনিবাসী বাংলাদেশি বা অনিবাসী প্রতিষ্ঠান অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাংলাদেশিরাও এর লাইসেন্স নিতে পারবেন।  

দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে অফশোর ব্যাংকিং নামে এ নতুন ব্যাংকিং কার্যক্রম শুরু করছে সরকার।

অফশোর ব্যাংকিং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মালিকের নিজের দেশ ব্যতীত অন্য কোনো দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি। ট্যাক্স সুবিধা, সম্পদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও উচ্চ সুদহারের জন্য অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে। তবে এ ধরনের ব্যাংকিংয়ের কিছু ঝুঁকিও রয়েছে, যার মধ্যে অ্যাকাউন্ট বজায় রাখার উচ্চ খরচ একটি।

আরও পড়ুন...অফশোর ব্যাংকিং: সুবিধা এবং অসুবিধা

news24bd.tv/আইএএম