শামীমের বিস্ফোরক ব্যাটিংয়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোর

বিস্ফোরক ব্যাটিং করেছেন রংপুরের শামীম হোসেন পাটোয়ারী - বিসিবি

শামীমের বিস্ফোরক ব্যাটিংয়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোর

অনলাইন ডেস্ক

বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে ফরচুন বরিশালের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে রংপুর রাইডার্স। শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিংয়ে বরিশালকে জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে রংপুর। ওপরের সারির ব্যাটাররা সুবিধা করতে না পারলেও শামীম দেখান ঝলক।

তার অনবদ্য ব্যাটিংয়েই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে রংপুর।

অথচ শুরুর দিকে ফরচুন বরিশালের বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলেন না রংপুরের ব্যাটাররা। ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রান তোলে রংপুর।

৭২ রানের অপরাজিত জুটি গড়েন শামীম ও আবু হায়দার রনি। এর মধ্যে ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারেই ২৬ রান তোলেন শামীম। ২০ বলে পৌঁছে যান ফিফটির মাইলফলকে, যা এই আসরে দ্রুততম।

মিরপুর শামীমের এমন বিধ্বংসী রূপ দেখার আগে রংপুর নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। ৮ রানে শেখ মেহেদীর (২) বিদায়ের পর সাকিব আল হাসান ফেরেন মাত্র ১ রান করে। এরপর দলীয় ১৮ রানে সাজঘরে ফিরে যান রনি তালুকদারও (৮)। নিকোলাস পুরান ও জিমি নিশামের ব্যাটে আশা দেখলেও দুজনেই ফিরে যান অল্পতে। পুরান ১২ বলে ৩ রান আর নিশাম খেলেন ২২ বলে ২৮ রানের ইনিংস।

এরপর মোহাম্মদ নবী ১২ এবং নুরুল হাসান সোহান ১৪ রানে ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে রংপুর। সেখান থেকে শামীমের ব্যাটে ঘুরে দাঁড়ানো শুরু লিগ পর্বে শীর্ষে থাকা দলটির। মাঠের চারদিকে শটের পসরা সাজিয়ে বসেন এই বাঁহাতি। রীতিমতো তেড়েফুঁড়ে তুলতে থাকেন রান। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ২৪ বলে ৫৯ রান করে। আর অন্যপ্রান্তে রনি ৯ বলে ১২ রান করেন।

news24bd.tv/SHS