ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার দক্ষিণ কাস্টসাগরা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জিয়া খাঁর নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওই গ্রামের মাজেদ মণ্ডল, সাজেদুল মণ্ডল, ইব্রাহীম মণ্ডল ও সাইদুর মণ্ডলের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

ভুক্তভোগী মাজেদ মণ্ডল জানান, নির্বাচনের পর আমরা গ্রামছাড়া ছিলাম।

কিছুদিন আগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাড়িতে ফিরে আসি। হঠাৎ করেই গতকাল বিকালে জিয়া খাঁর নেতৃত্বে সংঘবদ্ধ একদল যুবক আমাদের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা জানালা, গ্যাসের চুলা, টিউবওয়েল ভাঙচুর করে। ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দেয়।
এসময় আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

এসব অভিযোগের বিষয়ে জানতে জিয়া খাঁর মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/SHS  

এই রকম আরও টপিক