চুয়াডাঙ্গায় ২ ক্লিনিককে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গায় ২ ক্লিনিককে জরিমানা

 চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে শহরের হাসপাতাল সড়কের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সদর হাসপাতাল সড়কের বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়।

 

এর মধ্যে মদিনা ক্লিনিকে ফ্রিজে রক্ষিত মেয়াদোর্ত্তীণ অজ্ঞান করার ইনজেকশন পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

অপর একটি অভিযানে গ্রিন লাইফ মেডিকেল সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

news24bd.tv/কেআই