ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল 

ভিকারুননিসা

ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল 

অনলাইন ডেস্ক

ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাউশি। এসব শিক্ষার্থীদের সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিল।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

মাউশির সহকারী পরিচালক বলেন, ‘ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় মহামান্য হাইকোর্টের নির্দেশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ’

জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১ জানুয়ারি ২০১৭ সালের আগে জন্ম গ্রহণকারী ১৬৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক