ঢাকা থেকে খুলনায় আসার ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুর মুচলেকা

ঢাকা-খুলনা ট্রেন -ফাইল ফটো

ঢাকা থেকে খুলনায় আসার ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুর মুচলেকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঢাকা থেকে খুলনায় আসার পথে নকশীকাঁথা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি গ্লাস ভেঙে গেছে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত বাইজিদ ইসলাম সাদ নামের ছয় বছরের এক শিশুকে শনাক্ত করে। সে খালিশপুর নয়াবাটি মোড় রেলওয়ে বস্তিতে থাকে।

পাথর নিক্ষেপকারী শিশু হওয়ায় তাকে ও তার বাবা-মাকে সতর্ক করা হয়।

এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নয়াবাটি মোড় এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। রেলওয়ে খুলনা জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রেনটি ঢাকা থেকে খুলনা স্টেশনে আসার পথে ওই স্থানে কে বা কারা পাথর মেরে ট্রেনের একটি গ্লাস ভেঙে ফেলে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে রেলওয়ে পুুলিশ অভিযান চালিয়ে ছয় বছরের এক শিশুকে শনাক্ত করে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শিশুটিকে মুচলেকা মূলে তার পিতার জিম্মায় দেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এজন্য সবাইকে সতর্ক করা হয়।

news24bd.tv/SHS