রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান, আটক ৪২

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান, আটক ৪২

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে দলাল চক্রের ৪২ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-২। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-২ এর মোবাইল কোর্ট শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালসহ ৪টি হাসপাতাল থেকে হাতেনাতে তাদের আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার আদেশ দেন।  

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল্লাহ হেল ওয়াদুদ জানান, দালালরা সরকারি হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

তিনি বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১৫, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮, শিশু হাসপাতাল থেকে ৪ এবং পঙ্গু হাসপাতালে থেকে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এ সময়, সরকারি হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা চান র‌্যাব।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক