চুরির অভিযোগ করায় গৃহস্থকে কুপিয়ে জখম

চুরির অভিযোগ করায় গৃহস্থকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে চুরির অভিযোগ করায় কুপিয়ে জখম করেছে গৃহস্থকে। চোরের বাড়ি চুরির কৈফিয়ত চাইতে গেলে বুধবার (২৮ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামে এ অঘটনের শিকার হন আলী আহম্মদ নামে ঐ গৃহস্থ। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের চাঁন্দ মিয়ার ছেলে আরিফ এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সে তাদের প্রতিবেশী আলী আহম্মদের বাড়ি চুরি করার সময় বাড়ির মানুষ জেগে গিয়ে ধাওয়া দিলে সে পালিয়ে যায়।  

এ ঘটনার পর দিন বুধবার সকালে আলী আহম্মদসহ কয়েকজন অরিফদের বাড়িতে তার কুকীর্তির ব্যাপারে কৈফিয়ত চাইতে গেলে আলী আহম্মদ, অরিফও তার ভাইদের হামলার শিকার হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপানোসহ তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আলী আহম্মেদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আরিফের স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

 

লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম কামরান সিকদার জানান, এলাকায় চুরি ছিনতাই মাদক সেবনসহ আরিফের নানা অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ।  

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার হামলার ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি দাবি করেন আরিফ ও আলী আহম্মদের মাঝে পূর্ব বিরোধ রয়েছে।

news24bd.tv/কেআই