ভারতে আগুনের গুজবে ট্রেন থেকে নামতেই অন্য ট্রেনে কাটাপড়ে দুজনের মৃত্যু

ট্রেন দুর্ঘটনা

ভারতে আগুনের গুজবে ট্রেন থেকে নামতেই অন্য ট্রেনে কাটাপড়ে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের ঝাড়খন্ড রাজ্যে চলন্ত ট্রেনে আগুন লাগার গুজবে চেন টেনে ট্রেন থামিয়ে তা থেকে নেমে পড়লে আরেকটি ট্রেনের নিচে চাপা পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঝাড়খন্ডের জামাত্রার কালাঝারিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে। আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

 

রেল সূত্রে জানা গেছে, বুধবার রাতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝে ট্রেন দুর্ঘটনাটি ঘটে। লোকাল ট্রেনের ধাক্কায় দু’জন যাত্রীর মৃত্যু হয়েছে। ডাউন অঙ্গ এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে বলে ভুয়ো খবর যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর পর যাত্রীরা চেন টেনে অঙ্গ এক্সপ্রেস থামিয়ে দেন।

ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটার সময় আসানসোল-ঝাঝা লোকাল ট্রেনের ধাক্কা দু’জনের মৃত্যু হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, দুটো ঘটনা এক করে দেখা হচ্ছে। কিন্তু দুটোর মধ্যে কোনো মিল নেই। অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগেছিল বলে একটি গুজব ছড়ায়। ট্রেনের ভেতরে কেউ চেন টানেন। জামতাড়ার কাছে অঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। সেই সময় উল্টো দিকের লাইন ধরে একটি লোকাল ট্রেন আসছিল। সেই ট্রেনে লাইন ধরে হাঁটা দুই ব্যক্তি কাটা পড়েন।

কৌশিক জানান, কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি। কী কারণে গোটা ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তিন জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে টাইমস অব ইন্ডিয়া অন্তত ১২ জন নিহতের খবর দিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভাগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেসের যাত্রীরা ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে লাফ দিয়েছিলেন। তাঁরা যখন রেললাইনের ওপর দিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছিলেন, এ সময় ওই পথ দিয়ে আরেকটি ট্রেন এসে তাঁদের ওপর দিয়ে চলে যায়।
news24bd.tv/আইএএম