রমজানে আল-আকসায় মুসলিমদের নামাজ পড়তে দিন: যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

রমজানে আল-আকসায় মুসলিমদের নামাজ পড়তে দিন: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান।

যদিও বুধবার ম্যাথু মিলারের ওই আহ্বানের আগেই গত সপ্তাহে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেন গাভি অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেন।

বেন বলেন, রোজায় পশ্চিম তীরের ফিলিস্তিনি ‍মুসলিমদের নামাজের জন্য জেরুজালেমে প্রবেশাধিকার দেওয়া উচিৎ হবে না।

এতে সহিংসতা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর প্রস্তাবের পরপরই যুক্তরাষ্ট্র থেকে আল-আকসায় নামাজ পড়ার সুযোগ করে দিতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ম্যাথু মিলার বলেছেন, এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত। আগের মতো এবারও রোজার মাসে মুসলিমদের আল-আকসায় প্রবেশের অধিকার দিতে ইসরায়েলের প্রতি আমরা আহ্বান জানাই।

মিলার আরও বলেন, এটা মানুষের প্রাপ্য অধিকারের আওতায় থাকা ধর্মীয় স্বাধীনতার বিষয় নয়। বরং এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ও জড়িত।