ময়ূর পালক নিয়ে সমুদ্রতলে নরেন্দ্র মোদি

স্কুবা ডাইভিং করে সমুদ্রের তলদেশে মোদি (ছবি:দ্য ইকোনোমিক টাইমস)

ময়ূর পালক নিয়ে সমুদ্রতলে নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগে লাক্ষাদ্বীপ সফর করে সাড়া ফেলেছিলেন। তার সফরের কয়দিন পরই ট্রেন্ডের শীর্ষে ছিলো লাক্ষাদ্বীপ। এবার শ্রীকৃষ্ণের নগরী খ্যাত দ্বারকায় স্কুবা ডাইভিং করে সমুদ্রের তলদেশে গিয়ে পূজা করলেন তিনি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মহাভারত অনুসারে একসময় দ্বারকা শাসন করতেন শ্রীকৃষ্ণ। অতি সমৃদ্ধশালী দ্বারকা আজ সমুদ্রতলে। সেই সমুদ্রতল দর্শন করে নরেন্দ্র মোদি তার ভেরিফাইড টুইটার একাউন্টে জানান, সমুদ্রের তলদেশে দ্বারকা দর্শন করে শ্রীকৃষ্ণের অনন্ত উপলব্ধি অনুভব করলাম। মহিমায় ভরপুর এক প্রাচীন যুগে ফিরে গিয়েছিলাম।

গত রোববার (২৫ ফেব্রুয়ারি) সমুদ্র উপকূল থেকে ২ নটিক্যাল মাইল দূরে স্কুবা ডাইভের একটি বিশেষ পোশাক করে পানির নিচে থাকা দ্বারকা শহর দেখতে ডুব দেন তিনি। এ সময় তার সাথে স্কুবা ডাইভিং-এর বেশ কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মোদির এই ভিডিও থেকে দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে গিয়ে হাতজোড় করে প্রণাম করে সেখানের মাটিতে ময়ূরপালক গুজে দেন মোদি।  

উল্লেখ্য, দ্বারকায় সুদর্শন সেতু উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই সেতুটি ওকা থেকে দ্বীপের সঙ্গে যুক্ত হবে।

news24bd.tv/SC