মার্চ নয়, ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর বিদ্যুতের নতুন দাম: নসরুল হামিদ

প্রতীকী ছবি

মার্চ নয়, ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর বিদ্যুতের নতুন দাম: নসরুল হামিদ

অনলাইন ডেস্ক

বিদ্যুতের নতুন দাম কার্যকরের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছিলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম সমন্বয় শুরু করা হবে। তবে এবার তিনি নিজেই জানালেন, ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে নতুন দাম।  

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, বিদ্যুতের দাম যা বেড়েছে, তা ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হবে।

উল্লেখ্য, বিদ্যুতের পাইকারি পর্যায়ে ৫.০৭৪ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮.৫০ শতাংশ দাম বাড়িয়ে আজই প্রজ্ঞাপন জারি হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬.৭০, নতুন দাম ৭.০৪ টাকা। খুচরা পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৮.২৫, নতুন দাম ৮.৯৫ টাকা পড়বে। সে অনুযায়ী ১-৫০ ইউনিট ব্যবাহারকারিদের জন্য দাম বেড়েছে ৩৪ পয়সা।

আর স্লাব অনুযায়ী সর্বোচ্চ ইউনিট প্রতি দাম বেড়েছে ৭০ পয়সা। আর জ্বালানি তেলের ডাইনামিক প্রাইসিং হবে বিশ্বের তেলের দাম ওঠা নামার উপর। মার্চ থেকে তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে।

news24bd.tv/SHS