অধিনায়ক ছাড়াই বিপিএল ট্রফি নিয়ে ফটোশুট

ফরচুন বরিশালের হয়ে মেহেদী হাসান মিরাজ এবং কুমিল্লার হয়ে জাকের আল অনিক ফাইনালের আগে বিপিএল ট্রফি নিয়ে ফটোশুট করেন (ছবি: সংগৃহীত)

অধিনায়ক ছাড়াই বিপিএল ট্রফি নিয়ে ফটোশুট

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আগামী শুক্রবার (১ মার্চ)। সেই ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। সেই ম্যাচের আগে ফাইনালের ট্রফি নিয়ে দুদলের অধিনায়কের ফটোশুট করার কথা থাকলেও তারা হাজির হননি।

পুরান ঢাকার বিখ্যাত আহসান মঞ্জিলে কুমিল্লার হয়ে জাকের আল অনিক এবং বরিশালের হয়ে মেহেদী হাসান মিরাজ এইদিন উপস্থিত ছিলেন।

এর আগে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ানস। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল।

এদিকে বরিশালের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ একটি উপভোগ্য ফাইনালের প্রত্যাশা করেছেন। এ সময় মিরাজ আরও জানান, ক্রিকেট এমন এক খেলা, যেদিন যে ভালো করবে সে-ই জিতবে।

এর আগেও বরিশাল কুমিল্লা ফাইনাল হয়েছে। তখন বরিশাল এক রানে হেরেছিলো। আশা করি এবার একটা ভালো ম্যাচ উপহার দিতে পারবো। আশা করছি সবাই উপভোগ করবেন।

আরও পড়ুন: সাকিব-তামিমকে 'ভুয়া' শুনতে হলে আমাদের মাটির ভেতরে ঢুকে পড়া উচিত: মুশফিক

news24bd.tv/SC