৫০ কোটি টাকা কর দিয়ে আপিল করতে হবে ড. ইউনূসকে

ড. মুহাম্মদ ইউনূস - ফাইল ছবি

৫০ কোটি টাকা কর দিয়ে আপিল করতে হবে ড. ইউনূসকে

অনলাইন ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের এই নির্দেশনার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে। বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের স্বাক্ষরিত রায় প্রকাশ করা হয়।

এর আগে, ১২ ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের আয়করের ২৫ শতাংশ ৫০ কোটি টাকা জমা দেয়ার পর আপিল করার নির্দেশ দেন আদালত।

২০২০ সালের নভেম্বরে দুই বছর মেয়াদের প্রায় ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড। গ্রামীণ টেলিকম ওই নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। নোটিশ কেন বেআইনি হবে না, তা নিয়ে রুলও জারি করেন আদালত।

তবে, গ্রামীণ টেলিকমের সেই রিট খারিজ করে রায় দেন আদালত।

এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী।

news24bd.tv/SHS