ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় একটি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ায় শুক্রবার দিবাগত রাতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা রেলগেটের কাছে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান। সহকারি স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেনটি ঢাকার দিকে যাওয়ার পথে লাইনের বাইরে চলে যায়। লাইনচ্যুত হওয়া কোচের একটি পাশের ডাউন লাইনে গিয়ে পড়ে বলেও জানান তিনি। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (রাত পৌনে ১২টা) দুর্ঘটনা...
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফরিদপুরে বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে দুই জনের কারাদণ্ড
অনলাইন ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার কামারখালী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযুক্তরা হলেন- উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা মতিয়ার রহমার (৫৭) ও একই এলাকার বাসিন্দা রফিক বিশ্বাস (৬৫)। তারা দুজনেই ফরিদপুর মালিক সমিতিতে কর্মরত রয়েছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কামারখালী বাসস্ট্যান্ডে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসের চালক ও যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠে। স্থানীয় জনগণের এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী বাসস্ট্যান্ডটিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পর শুক্রবার এক যৌথ অভিযানে দুই জনকে আটক করা হয়। পরে...
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, তীব্র যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) সন্ধ্যার পর সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ক্ষমতা নয়, জনতার জয়সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। সোনারগাঁয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই আন্দোলন পরে শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে পুলিশ, কাঁচপুর ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ধীরে...
কর্ণফুলী নদী থেকে ৬ পাচারকারী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

নগরীর পতেঙ্গা থানার কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ছয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল (৩০) মো. আক্কাস (৩০), মো. লোকমান (৪৫), মো. জসিম (৩৫), মো. মোতাহার (৬২), মো. ইব্রাহিম (২৫)। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান করে। এ সময় একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে ১০টি অত্যাধুনিক ওয়াকিটকি সেট, ১০টি ওয়াকিটকি চার্জার, ২টি সাবমার্সিবল পাম্প, ১টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত