ভিকারুননিসার ছাত্রীকে শ্লীলতাহানির সত্যতা পেয়েছে পুলিশ

ভিকারুননিসার শিক্ষক মুরাদ।

শিক্ষক মুরাদের বিরুদ্ধে

ভিকারুননিসার ছাত্রীকে শ্লীলতাহানির সত্যতা পেয়েছে পুলিশ

আরিফুল ইসলাম

ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের
ছাত্রীকে শ্লিলতাহানির সত্যতা পেয়েছে পুলিশ। ভিকারুননিসার শিক্ষক মুরাদের যৌননিপীড়নের শিকার হয়েছে আরও কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অভিযুক্ত ওই শিক্ষকের জব্দ করা মোবাইল ও ল্যাপটপে কিছু তথ্য প্রমাণ মেলে।

ছাত্রীর সাথে যৌন নির্যাতনের ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে তদন্ত কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।

ভিকারুননিসার আজিমপুর শাখার গণিতের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরব স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ শ্রেণি কক্ষে নোংরা কৌতুক আর কোচিং এ শিক্ষার্থীদের যৌন হয়রানি করে শিক্ষক মুরাদ।

আরও পড়ুন: ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ বরখাস্ত

গত সোমবার যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন এক অভিভাবক।

পরে অভিযুক্ত শিক্ষককে রাজধানীর কলাবাগানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক মুরাদ হোসেন সরকারেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

news24bd.tv/TR