ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেলেন মার্কিন অভিনেতা বাডি ডুরেস

প্রয়াত মার্কিন অভিনেতা বাডি ডুরেস (ছবি: দ্য পিপল)

ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেলেন মার্কিন অভিনেতা বাডি ডুরেস

অনলাইন ডেস্ক

মার্কিন অভিনেতা বাডি ডুরেস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডুরেসের ভাই ক্রিস্টেফার স্টাসিস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, মূলত ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৩৮ বছর বয়সী এই অভিনেতার। এরপরই মৃত্যুবরণ করেন তিনি।

মার্কিন সিনেমা নির্মাতা ভ্যান হয় জানান, তার জীবনে বেশ কিছু সমস্যা থাকার সত্ত্বেও, সেগুলোকে দূরে ঠেলে সে কাজে চলে আসতো। অভিনয়ের প্রতি গভীর ঝোঁক ছিলো তার। আমার দেখা অসাধারণ মানুষগুলোর মধ্যে সেও একজন। আমি আসলেই ভাষা খুঁজে পাচ্ছিনা।

উল্লেখ্য, ১৯৮৫ সালে নিউইয়র্কের কুইন্সে জন্ম নেয়া ডুরেস ২০১৪ সালে 'হ্যাভেন নৌজ হোয়াট' দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। এরপর 'গুড টাইমস', 'পারসন টু পারসন', 'দ্য মাউন্টেন' ইত্যাদি সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা।

তবে  ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা 'গুড টাইম' দিয়ে তিনি সবচেয়ে বেশি সমাদৃত হন। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছিলেন রবার্ট প্যাটিনসন। (সূত্র: দ্য পিপল

news24bd.tv/SC