গাজায় মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

(ছবি: বিবিসি)

গাজায় মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ফিলিস্তিনি আগ্রাসনে এখন পর্যন্ত ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় ১ দশমিক ৩ শতাংশ। ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখের কাছাকাছি।

কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি নিহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন শসস্ত্র ছিলেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদন থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা হিসেব করে দেখা গেছে যে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৫ জন মানুষ ওই অঞ্চলে মারা গেছে।

যদিও এর আসল সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ কি পরিমাণ মানুষ হাসপাতালে যেতে পেরেছিলেন তার সঠিক সংখ্যা এখনো বের করা সম্ভব হয়নি।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষের আহত হওয়ার তথ্য নিবন্ধন করা হয়েছে।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক