ডোপপাপে ৪ বছরের জন্য নিষিদ্ধ পগবা 

জুভেন্টাস তারকা পল পগবা - ফাইল ছবি

ডোপপাপে ৪ বছরের জন্য নিষিদ্ধ পগবা 

অনলাইন ডেস্ক

গত বছরের সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। তার মাঠে ফেরা এবার হতে যাচ্ছে আরও দীর্ঘায়িত। ডোপ কেলেঙ্কারির কারণে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ডোপপাপে এটাই সর্বোচ্চ শাস্তি।

আজ বৃহস্পতিবার ইতালির অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল (টিএনএ) জুভেন্টাস তারকা পগবাকে এই শাস্তি দেয়। বিশ্ব অ্যান্টি ডোপিংয়ের কোড মেনেই তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত বছরের আগস্টে ডোপ টেস্টে পজিটিভ হন পগবা। তার শাস্তির মেয়াদকাল শুরু হয়েছে তখন থেকেই।

অর্থাৎ, ২০২৭ সালের আগস্টে শেষ হবে এই নিষেধাজ্ঞা। তখন তার বয়স বেড়ে দাঁড়াবে ৩৫। এক্ষেত্রে বলা যায়, এখানেই হয়তো ইতি ঘটলো পগবার খেলোয়াড়ি জীবনের।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা ২০২২ সালে ম্যানচেস্টার থেকে ফেরেন তুরিনে। তবে জুভেন্টাসের হয়ে দ্বিতীয় অধ্যায় মোটেও সুখকর ছিল না তার জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রিতে পুরনো ক্লাবে যোগ দিয়ে মাত্র দুটি ম্যাচ খেলেন তিনি।

এমন শাস্তির পর পগবার আন্তর্জাতিক অধ্যায়েরও ইতি ঘটে গেল। পগবা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন, করেছেন ১১ গোল। জাতীয় দলের হয়ে তার সেরা অর্জন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়।

news24bd.tv/SHS