বিপিএল টুর্নামেন্টের সিরিজসেরা, সর্বোচ্চ রান এবং উইকেট শিকারি হলেন যারা

তামিম ইকবাল ও শরীফুল ইসলাম

বিপিএল টুর্নামেন্টের সিরিজসেরা, সর্বোচ্চ রান এবং উইকেট শিকারি হলেন যারা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের  (বিপিএল) নতুন চ্যাম্পিয়ন বরিশাল। এর পাশাপাশি তারা প্রথমবারের মতো বিপিএলে প্রথমবারের মতো শিরোপাধারী দলের খাতায় নাম লেখালো।

দশম আসরের সর্বোচ্চ রান শিকারি হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। পুরো টুর্নামেন্টে ১৫ ম্যাচ খেলে ৩৫.১৪ এভারেজ নিয়ে ৪৯২ রান করে এই কীর্তি গড়েছেন তিনি।

পেয়েছেন সিরিজসেরার খেতাবও।  

অন্যদিকে দুর্দান্ত ঢাকার পেস বোলার শরিফুল ইসলাম এই টুর্নামেন্টের ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটধারী হয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো ফরচুন বরিশাল। এই জয় দিয়ে নিজেদের শিরোপা নিশ্চিতের পাশাপাশি ২০২২ সালে বিপিএলের ফাইনালে কুমিল্লার কাছে ১ রানে ফাইনাল হারার প্রতিশোধ নিলো বরিশাল।

আরও পড়ুন: কুমিল্লাকে হতাশ করে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন বরিশাল

news24bd.tv/SC