বিপিএল জয়ের কৃতিত্ব মুশফিক ও মাহমুদুল্লাহর সাথে ভাগাভাগি করলেন তামিম

সংগৃহীত ছবি

বিপিএল জয়ের কৃতিত্ব মুশফিক ও মাহমুদুল্লাহর সাথে ভাগাভাগি করলেন তামিম

অনলাইন ডেস্ক

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো ফরচুন বরিশাল।  শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

ম্যাচশেষে তাই বাঁধভাঙ্গা উল্লাস করতে ভুলেননি কেউই। চ্যাম্পিয়ন বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবালকে প্রশ্ন করা হলে তিনি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে দলের সকল খেলোয়াড়দের প্রশংসা করেন।

তবে তিনি আলাদা করে বলে, ট্রফিটা আমার চেয়েও বেশি ডিজার্ভ করে মুশফিকুর এবং মাহমুদুল্লাহ।

এ সময় তামিমের পাশে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম নিজের অনুভূতি জানাতে গিয়ে বরিশালের সকল খেলোয়ার, স্টাফ এবং পুরো ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বিপিএল দশম আসরের সর্বোচ্চ রান শিকারি হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

পুরো টুর্নামেন্টে ৪৯২ রান করে এই কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে দুর্দান্ত ঢাকার পেস বোলার শরিফুল ইসলাম এই টুর্নামেন্টে ২২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটধারী হয়েছেন।

news24bd.tv/SC