খাগড়াছড়িতে ঘুরতে যাওয়া হলো না পরিবারটির

বেইলি রোডের আগুনের ঘটনায় মারা যাওয়া আরও তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা তিনজনই একই পরিবারের সদস্য।

বেইলি রোডে আগুন

খাগড়াছড়িতে ঘুরতে যাওয়া হলো না পরিবারটির

অনলাইন ডেস্ক

বেইলি রোডের আগুনের ঘটনায় মারা যাওয়া আরও তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা তিনজনই একই পরিবারের সদস্য। নিহত মেহেরুন নেসার বাবা মুক্তার আলম হেলালি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ শনাক্ত করেন।

যাদের শনাক্ত করা হয়েছে, তারা হলেন- শাহ জালাল উদ্দিন (৩৪) বাবা মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম।

কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে তাদের বাড়ি। নিহত শাহ জালাল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কেরানীগঞ্জের পানগাঁও অফিসে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তার সঙ্গে মারা যান স্ত্রী মেহেরুন নেসা জাহান হেলালি (২৪) ও শিশু সন্তান ফাইরুজ কাশেম জামিরা (৩)।

মুক্তার আলম হেলালি সাংবাদিকদের জানান, তার মেয়ে ও মেয়ের জামাই শাহ জালালের তিনদিনের ছুটিতে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। তিনি কয়েকদিন আগে মেয়ের বাসায় আসেন। তার আরেক মেয়ে দিনাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসেন। ঘটনার সময় ওই মেয়ে রাজধানীর মনিপুরে বান্ধবীর বাসায় ছিলেন।

ঘটনার পর থেকে মোবাইলে না পেয়ে খুঁজতে খুঁজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহ দেখে তাদের শনাক্ত করেন।

news24bd.tv/আইএএম