গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১১

গাজার রাফাহ শহরের আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: আল জাজিরা

গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১১

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজার রাফাহ শহরের আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আরও অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার (২ মার্চ) হতাহতের এ ঘটনা ঘটে।

খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফাহ শহরের তাল আস-সুলতানের আল-হেলাল আল-ইমিরাতি মাতৃত্ব হাসপাতালের প্রবেশপথের পাশে অবস্থিত তাঁবুতে শনিবার ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

হাসপাতালের প্যারামেডিক ইউনিটের প্রধান আবদেল ফাত্তাহ আবু মারহি শনিবারের এই হামলায় নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এতে আহতদের মধ্যে শিশুও রয়েছে।

আরও পড়ুন: আকাশ থেকে গাজায় মানবিক সাহায্য ফেললো যুক্তরাষ্ট্র

রাফাহ থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, আটটি মৃতদেহ কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই হাসপাতালের অবস্থা খুবই বিশৃঙ্খল, কারণ ছোট অবকাঠামো হওয়ায় সেটি প্রচুরসংখ্যক আহতকে স্বাস্থ্যসেবা পরিষেবা দেওয়ার জন্য অপ্রস্তুত।

আল জাজিরা বলছে, হামলা থেকে বাঁচতে গত বছরের ডিসেম্বরে বাস্তুচ্যুত লোকদের তাল আস-সুলতান এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাফাহকে যে নিরাপদ অঞ্চল বলে বর্ণনা করা হচ্ছে তা আবারও মিথ্যা প্রমাণিত হয়েছে।