সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী

সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী

অনলাইন ডেস্ক

আবারও সাত পাকে বাঁধা পড়লেন ওপার বাংলার জনপ্রিয় দুই মুখ কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে সেরেছেন দুইজন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে দুইজনের।

আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন। শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান- একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও স্পর্শ রয়েছে সাবেকিয়ানার।

আরও পড়ুন: প্রস্মিতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন গায়ক অনুপম

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সইসাবুদ করে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। কিন্তু দুজনের ঘর বাঁধার রাস্তা একেবারেই ফুল বিছানো ছিল না। সহ-অভিনেতা থেকে স্বামী-স্ত্রী এই লম্বা সফরে বহু বাধা এসেছে। কিন্তু হাত ছাড়েননি একে-অপরের। বরং আরও বেশি কাছাকাছি এসেছেন দু’জনে। কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিংকির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই চুটিয়ে প্রেম করতে শুরু করেন তারা। সেই সময় কাঞ্চনের সর্বক্ষণের সঙ্গীও ছিলেন শ্রীময়ী। ভোট প্রচার থেকে ত্রাণ বিতরণ— সর্বত্র কাঞ্চনের পাশে দেখা যেত শ্রীময়ীকেই।

তবে প্রাক্তন স্ত্রী পিংকির সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই সমস্ত গোপনীয়তার চাদর সরিয়ে দেন তাঁরা। পিংকির সঙ্গে বিচ্ছেদের ২৩ দিনের মাথায় শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন। অবশেষে শনিবার সন্ধ্যায় একসঙ্গে পথচলা শুরু করলেন দু’জনে।

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক