অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

নিজেই ৬ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে কিউইদের কুপোকাত করেন অজি স্পিনার ন্যাথান লায়ন

অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ১৭২ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই ম্যাচে যেখানে পেসারদের দাপট বেশি সেখানে নিজের স্পিন ঘূর্ণি দিয়ে বাজিমাত করেছেন অস্ট্রেলিয়ান স্পিনার ন্যাথান লায়ন। ডানহাতি এই স্পিনার ৬ উইকেট তুলে নিয়ে পুরো খেলার দৃশ্যপট পরিবর্তন করে ফেলেন।

এর আগে ৩ উইকেটে ১১১ রান নিয়ে নিউজিল্যান্ড যখন চতুর্থ দিনের খেলা শুরু করে তখনো লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো।

কিন্তু লায়নের স্পিনে এক সেশনেই খেলা গুটিয়ে যায়। এই ম্যাচে এবং আগের ইনিংস মিলিয়ে ম্যাচে পঞ্চমবারের মতো ১০ উইকেটের দেখা পেলেন এই স্পিনার। শুধু তা-ই নয়, গত ১৮ বছরে নিউজিল্যান্ডের মাটিতে কোনো স্পিনারের ১০ উইকেট পাওয়ার নজির এটাই প্রথম।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন রাচিন রবীন্দ্র।

প্রথম ইনিংসে চাপের মুখে থাকা অস্ট্রেলিয়ার হয়ে শতক হাঁকান ক্যামেরন গ্রিন। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

এই ম্যাচে জয় দিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী অস্ট্রেলিয়া।  

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৩৮৩ ও ১৬৪
নিউজিল্যান্ড : ১৭৯ ও ১৯৬ (রাচিন ৫৯, মিচেল ৩৮, কুগেলেইন ২৬; লায়ন ৬/৬৫, হ্যাজেলউড ২/২০)
ফল : অস্ট্রেলিয়া ১৭২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)।

news24bd.tv/SC