বেইলি রোডের ঘটনায় বিচারহীনতাকেই দুষলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ (সংগৃহীত ছবি)

বেইলি রোডের ঘটনায় বিচারহীনতাকেই দুষলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

সরকারি সংস্থা ও ভবন মালিকদের অবহেলায় বেইলি রোডের ঘটনায় মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর এমন ঘটনায় বিচারহীনতার সংস্কৃতিকেই দুষলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

রাজধানীর কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে, 'অগ্নি দুর্ঘটনার পুনরাবৃত্তি, প্রাণহানির শেষ কোথায়' শীর্ষক সংবাদ সম্মেলন কামাল উদ্দিন আহমেদ বলেন, সরকারি কর্তৃপক্ষ ভবন পর্যবেক্ষণ করতে গিয়ে ম্যানেজ হয়ে যায় বলেই অনুমতি না নিয়ে গাফিলতি করে রেস্টুরেন্টে চালাতে পারে।

নিমতলি, চুরিহাট্টা, নিউমার্কেট ও বঙ্গ বাজারের ঘটনা উল্লেখ তিনি বলেন, এতো মৃত্যুর পরেও নীমতলি থেকে এখনো রাসায়নিক পদার্থ সরানো হয়নি।

আইন থাকলেও তার বাস্তবায়ন নেই, মামলা হলেই শাস্তি নেই ফলে এমন ঘটনা বারবার ঘটছে।

ছাড়পত্র না থাকলেও এখনো রাজধানীতে অনেক ভবনে ঝুঁকি নিয়ে মানুষ বসবাস করছে বলেও জানান তিনি। এসব রোধে বিভিন্ন পরামর্শও দেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

news24bd.tv/SC