১১৩ ভরি স্বর্ণ কোমরে নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল তরুণী

১১৩ ভরি ওজনের ১১টি স্বর্ণের বারসহ আটক তরুণী তাছলিমা খাতুন।

১১৩ ভরি স্বর্ণ কোমরে নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল তরুণী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত থেকে ১১৩ ভরি ওজনের ১১টি স্বর্ণের বারসহ তাছলিমা খাতুন (২৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ছয়ঘরিয়া গ্রামে একটি ইজিবাইক তল্লাশিকালে তাছলিমাকে আটক করা হয়।

তাছলিমা খাতুন পাশের কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ছয়ঘরিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাটারিচালিত একটি ইজিবাই কয়েকজন যাত্রী নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। পথে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া গ্রামে ইজিবাইক তল্লাশি করেন। তল্লাশি চলাকালে ইজিবাইকে অবস্থানরত তাছলিমা খাতুন তার কোমরে লুকানো ১১৩.১৬ ভরি ওজনের ১১টি স্বর্ণের বার বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।

তিনি জানান, আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। আটক নারী পাচারকারীকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জামিন পেলেন ড. ইউনূস

news24bd.tv/তৌহিদ