বানিয়ে ফেলুন কমলা পোলাও, দেখে নিন রেসিপি 

বানিয়ে ফেলুন কমলা পোলাও, দেখে নিন রেসিপি 

অনলাইন ডেস্ক

সাধারণ পোলাও তো অনেক রেঁধেছেন। সাধারণ পোলাও অসাধারণ হয়ে উঠতে পারে কমলালেবুর গুণে। ঘরেই বানিয়ে ফেলতে পারেন কমলা পোলাও। সঙ্গে রাখতে পারেন মুরগি, খাসি কিংবা চিংড়ি।

কীভাবে রাখবেন এই পদ। নিম্নে রইল রেসিপি-

উপকরণ:

গোবিন্দভোগ চাল: ২ কাপ

কমলালেবুর রস: এক কাপ

খোয়া ক্ষীর: ২ টেবিল চামচ

কাঠবাদাম: ৪-৫টি

কাজুবাদাম: ১০টি

কিশমিশ: ১০টি

চিনি: আধ কাপ

নুন: স্বাদ অনুযায়ী

ছোট এলাচ: ৪টি

লবঙ্গ: ৪টি

ঘি: ৪ টেবিল চামচ

প্রণালী:

১) প্রথমে চাল ভাল করে ধুয়ে নিন। তারপর আবার বেশ খানিকটা পানি দিয়ে ভিজিয়ে রাখুন।

২) এবার কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে কাঠবাদাম, কাজুবাদাম এবং কিশমিশগুলো ভেজে তুলে রাখুন।

৩) ওই ঘিয়ের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিন। গন্ধ বার হলে ভেজানো চাল দিয়ে নাড়তে থাকুন।

৪) ভাজা হলে সামান্য নুন, চিনি এবং ৪ কাপ পানি দিয়ে ফুটতে দিন। মনে রাখবেন, পানির মাপ সব সময়ে চালের দ্বিগুণ হবে।

৫) চাল সেদ্ধ হয়ে এলে উপর থেকে কমলালেবুর রস, খোয়া ক্ষীর, ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিন।

৬) কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট দশেক ঢেকে রাখতে হবে।

৭) পানি শুকিয়ে এলে এবং পোলাওয়ের চাল ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নিন। চাইলে উপর থেকে কমলালেবুর কোয়া দিয়ে সাজিয়ে নিতে পারেন।  

news24bd.tv/TR

 

এই রকম আরও টপিক