দেশে ফিরেছেন বিএনপি নেতা মেজর হাফিজ

বিএনপি নেতা মেজর ( অবসরপ্রাপ্ত) হাফিজ

দেশে ফিরেছেন বিএনপি নেতা মেজর হাফিজ

অনলাইন ডেস্ক

ভারতে চিকিৎসা শেষে ঢাকা ফিরেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চত করেছেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ছেলে জানান, বিমান থেকে নামার পর কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরের ভেতরে রাখেন।

বেলা সাড়ে ১১টায় সেখান থেকে বের হয়েছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসা করার জন্য গত ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়া বিমানে করে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। তার হাঁটুর অপারেশন হয়েছে। ফোর্টিজ হসপিটালে ২৭ ডিসেম্বর এই অপারেশন হয়।
ছয় মাস লাগবে পুরোপুরি ঠিক হতে। মাত্র দুই মাস গেল। এখন মোটামোটি লাঠি ভর দিয়ে হাঁটতে পারেন।
এর আগে ১২ ডিসেম্বর স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ তিনি ভারত যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত চলে যান। এরপর ১৩ ডিসেম্বর হাফিজ উদ্দিন তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।

news24bd.tv/ডিডি