কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভুয়া বিজ্ঞাপনচিত্রের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। গতকাল মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। হানিফ সংকেত বলেন, গত কিছুদিন ধরে লক্ষ্য করছি, একটি প্রতারক চক্র ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তিনি আরও বলেন, এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয়ই দিক না কেন, একটুখানি লক্ষ করলেই বোঝা যাবে এটা আসল নয় নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনদেশের।...
ইত্যাদির ক্লিপ দিয়ে ভুয়া ভিডিও, আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি হানিফ সংকেতের
অনলাইন ডেস্ক

যে কারণে জামিন পেয়েও অভিনেত্রীকে থাকতে হবে জেলে
অনলাইন ডেস্ক

জামিন পেয়েছেন সোনা পাচার মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেত্রী র্যানা রাও। জামিন পাওয়ার পরও আপাতত জেলেই থাকতে হবে তাকে। কারণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত তিনি। সেই মামলায় এখনও জামিন পাননি কন্নড় অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছে না র্যানা। আদালত জানিয়েছে, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না কন্নড় অভিনেত্রী। গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন র্যানা। পরে তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি...
যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা সওদাগর
অনলাইন ডেস্ক

নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলছি মিশা সওদাগরের কথা। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি। আজ বুধবার (২১ মে) বাংলাদেশ স্থানীয় সময় ৫টার দিকে সামাজিক মাধ্যমে ছবি ও একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা সওদাগর। সেখানে তার ভক্ত-অনুরাগীদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছেন তিনি। অভিনেতার পায়ের অস্ত্রোপচারের একটি ছবি শেয়ার করে মিশা লিখেছেন, সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সামাজিক মাধ্যমে মিশা সওদাগরের এ পোস্টটি...
যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের গুঞ্জন!
অনলাইন ডেস্ক

এবার কি তবে বাস্তবেও যশ-নুসরাতের সম্পর্কে ভাঙন হবে? ভাবছেন কেন এমন কথা আসছে? আসলে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তারকা দম্পতি। নিজেদের ফলোয়িং তালিকাতে আর দেখা যাছে না তাদের। ছবি থেকে ভিডিও সব আগের মতোই আছে, কিছুই ডিলিট হয়নি। তবে তার মাঝেও একে অপরকে আচমকাই আনফলো করেছেন তারা। তাই অনেকের মতে এটা ওদের একটা পাবলিসিটি স্টান্ট মাত্র। তবে অনেকে আবার দেব-রুক্মিণী প্রসঙ্গ টেনে মনে করছেন সত্যি বুঝি যশ-নুসরতের মধ্যে কোনও সমস্যা হয়েছে। তাছাড়াও, সম্প্রতি নুসরাতকে বলতে শোনা যায়, মৌসুমি চট্টোপাধ্যায় নাকি তাদের টিপস দিয়েছেন যে, নিজেদের মধ্যে সমস্যা হলেও তা বাইরের কাউকে জানতে না দিতে, তাই কি কেবল আনফলো টুকুই করেছেন? news24bd.tv/RU
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর