জাতীয় রাজস্ব ভবনে আইএমএফের প্রতিনিধিদল

সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব ভবনে আইএমএফের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করতে আগারগাঁওয়ে পৌঁছেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের প্রতিনিধিদল।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধিদলটি রাজস্ব ভবনে পৌঁছায়।

তিন সদস্যদের প্রতিনিধি দলে রয়েছেন, আইএমএফে আর্থিকসংক্রান্ত বিভাগের রাজস্ব বিশেষজ্ঞ ডেভিড রবার্ট ওয়েন্টওয়ার্থ, অরবিন্দ মোদি ও ডেভিড উইলিয়াম বার।

এনবিআরের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাচ্ছে আয়কর বিভাগের সক্ষমতা পর্যালোচনাসহ তিন বিষয়।

এনবিআর কর্মকর্তারা জানান, আয়কর আদায় বাড়াতে নীতি ও কারিগরি সহায়তার প্রস্তাব দেবে আইএমএফ।

কর্মকর্তারা জানান, বৈঠকে কর ছাড় যৌক্তিকীকরণ, আয়কর বিভাগের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের নানা দিক জানতে চাইবে আইএমএফ।

এর আগে ২০২৩ সালের ৩০ জানুয়ারি সংস্থাটি শর্তসাপেক্ষে বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দেশের রাজস্ব খাত সংস্কারের ওপর জোর দিয়ে আসছে সংস্থাটি।

news24bd.tv/DHL