দৃশ্যমান প্রোডাক্ট ছাড়া বিশ্ববিদ্যালয় এগোতে পারে না: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল।

দৃশ্যমান প্রোডাক্ট ছাড়া বিশ্ববিদ্যালয় এগোতে পারে না: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান প্রোডাক্ট না থাকলে সে বিশ্ববিদ্যালয় এগোতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইনোভেশন ফেয়ার উদ্বোধন শেষে এক সেমিনারে একথা বলেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবন এবং গবেষণায় মনযোগী হওয়ার আহ্বান জানান মাকসুদ কামাল৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্ভাবনী শক্তি বাড়াতে পারলেই বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং বাড়ার সাথে সাথে দেশের মানুষের উপকার হবে।

আরও পড়ুন: রমজানে বাজার সিন্ডিকেট ভেঙে দিন: জয়নুল আবদিন ফারুক

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

news24bd.tv/ab