রমজানে ৬০০ টাকা দরে গরুর মাংস

রমজানে ৬০০ টাকা দরে গরুর মাংস

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে ঢাকার ৩০টি জায়গায় ট্রাকে করে ন্যায্যমূল্যে ৬০০ টাকা করে গরুর মাংস বিক্রি হবে। আগামী ১০ তারিখ থেকে এ কার্যক্রম শুরু হবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সাথে বৈঠক শেষে মৎস্য ও  প্রাণীসম্পদমন্ত্রী এসব কথা বলেন।

একইসাথে ৯০০ টাকা করে খাশির মাংস, ব্রয়লার মুরগীর দাম ২৮০ টাকা এবং ১০ টাকা ৫০ পয়সা করে প্রতি পিস ডিম বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, এই কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।  

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। সকাল সোয়া ৯টার দিকে শুরু হয় এ সম্মেলন।

আরও পড়ুন: উন্নয়নের সঠিক চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে হবে: অর্থমন্ত্রী

এসময় মন্ত্রী কারেন্ট জাল দিয়ে অবৈধ মাছ আহরণ বন্ধ করতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন।

news24bd.tv/TR